চাটগাঁ নিউজ ডেস্ক: জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিল আয়োজনের জন্য যশোরে ১ কোটি টাকা ব্যয়ে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। শুক্রবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মাহফিল। ইতোমধ্যে মঞ্চ, প্যান্ডেল এবং যাবতীয় আলোক সজ্জার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাহফিলটি প্রায় ২০ লক্ষ লোকের সমাগম ধারণ করতে সক্ষম হবে। এই সিজনে কক্সবাজারের পেকুয়ার পর এই মাহফিলটি আযহারীর দ্বিতীয় বড় আয়োজন হতে যাচ্ছে।
জানা গেছে, মাহফিলের অন্যতম আকর্ষণ হলো পুকুরের উপর নির্মিত মঞ্চ। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পুকুরের উপর বসার জায়গা তৈরি করা হয়েছে। দর্শকদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা নিশ্চিত করতে ড্রামের উপর কাঠের মঞ্চ তৈরি করা হয়েছে।
দর্শকদের সুবিধার্থে বিভিন্ন স্থানে বড় মনিটর এবং প্রজেক্টর স্থাপন করা হয়েছে, যাতে দূর থেকে আসা লোকজনও ওয়াজ শুনতে ও দেখতে পারেন। পুরো এলাকা জুড়ে সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে। আরবের খেজুর গাছের আদলে তৈরি করা হয়েছে মাইকের বিশেষ ব্যবস্থা, যা মাহফিলের অনন্যতা বাড়িয়ে তুলেছে।
আয়োজকরা জানিয়েছেন, মাহফিলটি আয়োজনের জন্য বিপুল পরিমাণ স্বেচ্ছাসেবক কাজ করছে। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতাও নেওয়া হয়েছে। এই মাহফিল ইসলামিক জ্ঞান ও আধ্যাত্মিকতার একটি বড় উদাহরণ হয়ে থাকবে।
চাটগাঁ নিউজ/ইউডি