আচরণবিধি লঙ্ঘন করে জরিমানা গুনলেন আনোয়ারার বিএনপি প্রার্থী

আনোয়ারা প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের এক প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণা ও সভা আয়োজনের ক্ষেত্রে নির্ধারিত বিধিমালা অমান্য করে বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ঘটনাস্থলে গিয়ে সভার আয়োজনকারী কমিটিকে নির্বাচন কমিশন ঘোষিত ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫’-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, আচরণবিধি লঙ্ঘন করে মতবিনিময় সভা আয়োজন করায় সংশ্লিষ্ট প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ আইনের ব্যত্যয় ঘটিয়ে আগাম প্রচারণা বা নিয়মবহির্ভূত সভা-সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top