আগের তুলনায় এখন সংখ্যালঘুরা নিরাপদ: ধর্ম উপদেষ্টা

চাটগাঁ নিউজ ডেস্ক: আগের তুলনায় এখন সংখ্যালঘুরা নিরাপদে আছেন বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, অভ্যুত্থানের পর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িতে বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাড়ি বা উপাসনালয়ে যে অপ্রীতিকর ছোট ছোট ঘটনা ঘটেছে, তা ধর্মীয় কোনো কারণে নয়, বরং রাজনৈতিক কারণে ঘটেছে।

এসব ঘটনায় এ পর্যন্ত ৯২টি মামলা হয়েছে। এ পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশ্ব মিডিয়ার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আগের সব সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ অবস্থানে আছেন। এদেশের সবার নিজ নিজ ধর্ম চর্চার অধিকার আছে। এ অধিকার যে ক্ষুণ্ন করতে চায়, তাকে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের। বাংলাদেশকে নিয়ে বিশ্বে অনেকে মিথ্যাচার করছে। বাংলাদেশে সবার মধ্যে সৌহার্দ্য বিরাজমান।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি হজের বিষয়ে বলেন, এবার হজে দুটি প্যাকেজ করা হয়েছে। হজ ম্যানেজমেন্ট টিম সৌদিতে যেতে শুরু করেছে। আগামী সপ্তাহে চুক্তি করতে টিম নিয়ে সৌদি আরবে যাওয়া হবে সৌদির হজ মন্ত্রীর সঙ্গে চুক্তি করতে। ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দেবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top