আগামী ২৪ ঘণ্টায় নগরীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

চাটগাঁ নিউজ ডেস্ক: পাইপলাইনের গতিপথ পরিবর্তন/ডাইভারশন কাজের জন্য আগামীকাল বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টা পর্যন্ত নগরের হালিশহর ও তৎসংলগ্ন এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।

যেখানে বলা হয়েছে— চট্টগ্রাম নগরীর হালিশহর কইস্যা পুকুরের পশ্চিম পাশে এবং বড়পোল মোড়ে কিং পার্ক কমিউনিটি সেন্টারের পাশে ওয়াসার প্রকল্পের কাজের অ্যালাইনমেন্টে বিদ্যমান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ১০ ইঞ্চি ব্যাসের ১০ বার, ৬ ইঞ্চি ও ২ ইঞ্চি ব্যাসের ৪ বার বিতরণ গ্যাস পাইপলাইনের গতিপথ পরিবর্তন/ডাইভারশন কাজ চলবে।

এ জন্য হালিশহর চৌচালা মোড় থেকে আঃ গফুর শাম রোড, চান্দের পাড়া, ধুমপাড়া, পকেট গেট, বাদামতল, গাজী ওমর শাহ মাজার, ধোপা দিঘী, আনন্দ বাজার, মনির নগর, বাকে বাকের আলী ফকিরের টেক, কলসী দিঘী, বিজিবি হালিশহর, হালিশহর সেনানিবাস, আব্বাস পাড়া, চৌধুরী পাড়া, সুন্দরী পাড়া, মইন্না পাড়া, নয়াবাজার, শান্তিবাগ, শ্যামলি আবাসিক, পুলিশ লাইনস, ছোটপোল, বড়পোল, উত্তর হালিশহর, মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর, সল্টগোলা, নিউমুরিং ও তার পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে (২৪ ঘণ্টা) বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কেজিডিসিএল কর্তৃপক্ষ। পাইপলাইনের গতিপথ পরিবর্তন/ডাইভারশন কাজ সম্পাদন সাপেক্ষে নিধারিত সময়ের আগেও গ্যাস সরবরাহ চালু হতে পারে বলেও জানিয়েছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top