আগামী পাঁচদিন চট্টগ্রামসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

চাটগাঁ নিউজ ডেস্ক : আগামী পাঁচদিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ সময় ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে।

প্রথম দিনে (শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত) রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

দ্বিতীয় দিনে (৩০ আগস্ট সন্ধ্যা থেকে ৩১ আগস্ট সন্ধ্যা পর্যন্ত) রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

তৃতীয় দিনে (৩১ আগস্ট সন্ধ্যা থেকে ১ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের দু–এক জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

চতুর্থ দিনে (১ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পঞ্চম দিনে (২ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ৩ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত) রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top