চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের ছয় বিভাগে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (১১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়— খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে— আজ শনিবার সন্ধ্যা থেকে রোববার (১২ অক্টোবর) পর্যন্তও একই ধারা অব্যাহত থাকতে পারে। এরপর রোববার সন্ধ্যা থেকে সোমবার (১৩ অক্টোবর) এবং ১৪-১৫ অক্টোবর চট্টগ্রাম অঞ্চলের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে।
এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এর আগে শুক্রবার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রামে ভারি বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাত সাড়ে নয়টার শুরু হওয়া বৃষ্টি শেষ হয় সাড়ে ১০টার দিকে। এতে চকবাজারের চকসুপার মার্কেট মোড়, তেলোপট্টি মোড়, জিইসি, পাঁচলাইশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় ৭০ মিলিলিটার।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ‘মেঘের একটি ভারি সেল বর্তমানে সক্রিয় আছে। এটি শেষ হলেও আগামী তিন-চার দিন বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’
চাটগাঁ নিউজ/জেএইচ