আওয়ামী লীগের নতুন পাহারাদার বিএনপি: নাহিদ ইসলাম

চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশকে এগুতে দেয়নি। কিন্তু সেই মুজিববাদী সংবিধান, সেই বাহাত্তরের সংবিধান এখন টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদার হিসেবেও তারা আবির্ভূত হয়েছে। অর্থ্যাৎ চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি। এই পাহারাদারকে আপনাদের প্রতিহত করতে হবে।

আজ সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর শহীদ হৃদয় তরুয়া চত্বরে অনুষ্ঠেয় সমাবেশে তিনি এ সব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অনৈক্য চাই না, আমরা বিভাজন চাই না। কিন্তু জনগণের বিরুদ্ধে, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ালে তাদের সঙ্গে আমাদের ঐক্য সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘যত ষড়যন্ত্রই হোক না কেন আমাদের এই পদযাত্রা অব্যাহত থাকবে। আপনারা ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে যাবেন। জাতীয় নাগরিক পার্টি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে। আপনারা দেখেছেন, গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছিল এই অভ্যুত্থানের পর সেই একই ষড়যন্ত্র চলমান রেখেছে। অভ্যুত্থান শক্তির মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে ‘

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলেছিলাম, শত্রু বাংলাদেশের ভেতরে নয়, বাইরে রয়েছে। সেই বাইরের শক্তির বিরুদ্ধে বাংলাদেশের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বার বার বাংলাদেশের ভেতরেই আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাখা হয়েছে। যাতে আমরা দুর্বল থাকি এবং আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে আমাদের বিরুদ্ধে নানা ধরণের মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। অভ্যুত্থানের নেতৃবৃন্দকে আপনাদের সামনে দুর্নীতিগ্রস্ত প্রমাণের চেষ্টা করা হচ্ছে। যখন আমরা পদযাত্রা শুরু করেছি, যখন আমরা প্রতিটি জেলায় যাচ্ছি স্রোতে মত মানুষের মিছিল এসে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে তখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। জনসমর্থনের মধ্য দিয়ে এই ষড়যন্ত্রের জবাব দেব। আমাদের প্রতি মানুষের যে আস্তা, যে উচ্ছ্বাস তা দিয়ে এ ষড়যন্ত্র প্রতিহত করবে।’

সমাবেশে আরও মধ্যে বক্তব্য রাখেন- মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব নাহিদা সরোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, জহিরুল ইসলাম মুছা প্রমুখ।

এর আগে সার্কিট হাউজ থেকে পদযাত্রা করে নিউমার্কেট, সদর রোড, নতুন বাজার, লঞ্চঘাট, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী, পৌরসভা কাজীপাড়া হয়ে হৃদয় তরুয়া চত্বরে সভাস্থলে পৌঁছায়। সমাবেশ শেষে জুলাই অভ্যুত্থানে শহীদ হৃদয় তরুয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন এনসিপি নেতারা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top