স্পোর্টস ডেস্ক: সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ঝলমলে ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি করেছেন লিটন কুমার দাস। আইসিসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক। দেশের ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে আছেন কেবল তানজিদ হাসান, যিনি তিন ধাপ পিছিয়ে বর্তমানে ৩৯তম স্থানে রয়েছেন।
ডাচদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয়ে বড় অবদান রেখেছেন লিটন। প্রথম দুই ম্যাচে অপরাজিত থাকার পর, বৃষ্টিতে আক্রান্ত তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেন দুর্দান্ত ৭৩ রানের ইনিংস। ৪৬ বলের ইনিংসটি সাজান ৪টি ছক্কা ও ৬টি চারের মাধ্যমে।
শেষ ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন জাকের আলি। এতে করে তিন ধাপ এগিয়ে তিনি এখন ৬০ নম্বরে। সিরিজের শেষ ম্যাচ না খেলেও এক ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন, তার অবস্থান এখন ৬৭ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়েও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। শ্রীলঙ্কার মাহিশ থিকশানা তিন ধাপ পিছিয়ে যাওয়ায় লাভ হয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের। ম্যাচ না খেলেও তিনি এক ধাপ এগিয়ে এখন বোলারদের মধ্যে ১১তম স্থানে। বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে উপরে রয়েছেন তিনিই।
শেখ মেহেদি হাসান এক ধাপ পিছিয়ে বোলারদের তালিকায় যৌথভাবে ১৯ নম্বরে আছেন। রিশাদ হোসেন তিন ধাপ অবনতি ঘটিয়ে এখন ২৪ নম্বরে এবং তার ঠিক পরেই অবস্থান করছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।
তবে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় এখনও আশানুরূপ অবস্থানে নেই বাংলাদেশের কেউ। এই তালিকায় দেশের মধ্যে সবচেয়ে উপরে আছেন শেখ মেহেদি হাসান, তার অবস্থান ৩৯ নম্বরে।
চাটগাঁ নিউজ/এমকেএন