আইসিসির বর্ষসেরা ওয়ানডে-টেস্ট দল ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক: ২০২৪ সালের বিভিন্ন ফরম্যাটে সেরা পারফরমারদের নিয়ে আইসিসি বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে। এখন পর্যন্ত প্রকাশ্যে এসেছে ছেলেদের ওয়ানডে-টেস্ট এবং নারী ক্রিকেটের বর্ষসেরা ওয়ানডে একাদশ।

আজ ২৪ জানুয়ারি (শুক্রবার) পৃথক বিবৃতিতে তিনটি বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। ছেলেদের বর্ষসেরা ওয়ানডে একাদশে শ্রীলঙ্কা ও পাকিস্তান এবং বর্ষসেরা টেস্ট একাদশে ভারত ও ইংল্যান্ড দাপট দেখাচ্ছে। মেয়েদের বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার রয়েছে ইংল্যান্ডের। ঘোষিত তিনটি একাদশেই জায়গা মেলেনি বাংলাদেশের কারও।

আইসিসির বর্ষসেরা পুরুষ ওয়ানডে একাদশ : সাইম আইয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আল্লাহ মোহাম্মদ গাজানফার।

গত বছর টেস্টে ব্যাট হাতে সর্বোচ্চ রানসংগ্রাহক ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা জো রুট। ফরম্যাটটিতে তিনি স্বপ্নের মতো সময় কাটিয়েছেন। যেখানে তার সঙ্গে দারুণ লড়াই হয়েছে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের। বল হাতে উইকেট ও ইকোনমির দিক থেকে টেস্টে ধরাছোঁয়ার বাইরে ছিলেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ছেলেদের বর্ষসেরা টেস্ট একাদশে ইংল্যান্ডের ৪, ভারতের ৩, নিউজিল্যান্ডের ২ এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ১ জন করে জায়গা পেয়েছেন।

আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট একাদশ : যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেইন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি ও জাসপ্রিত বুমরাহ।

আইসিসি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে গত বছর নারী দলগুলো ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেছে। সেখানে ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডের বর্ষসেরা নারী একাদশে ইংল্যান্ডের ৩, ভারত-দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ২ জন করে এবং শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছেন।

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ : স্মৃতি মান্দানা, লরা উলভার্ট (অধিনায়ক), চামারি আতাপাত্তু, হেইলি ম্যাথিউস, মারিজেন ক্যাপ, অ্যাশলে গার্ডনার, আনাবেল সাদারল্যান্ড, অ্যামি জোন্স (উইকেটরক্ষক), দিপ্তী শর্মা, সোফি এক্লেস্টন ও ক্যাট ক্রস।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top