চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় শনাক্ত হওয়া এক ছাত্রের ছাত্রত্ব বাতিল করেছে বেসরকারি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শুভ কান্তি দাস নামের ওই ছাত্র হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। অভিযুক্ত শুভ বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের ৩৬তম ব্যাচের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত ড. এস এম শোয়াইবের সই করা এক নোটিশে এই বিষয়টি জানানো হয়েছে। নোটিশে বলা হয়, বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
এর আগে, হাতে দেশীয় অস্ত্রসহ একদল যুবকের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে থাকা একজন শুভ কান্তি দাস বলে নিশ্চিত করেছেন তার পরিচিতিরা। ওই ছবিতে থাকা যুবকেরাই আলিফ হত্যায় অংশ নিয়েছেন বলে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে দেখা যাচ্ছে। খুনের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর শুভর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে, সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ