চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম আদালতে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় আগামী ১৯ জানুয়ারি চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছে আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ আদেশ দেন।
এসময় শুনানিতে ২২ আসামিকে হাজির করা হলেও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে হাজির করা হয়নি। সার্বিক নিরাপত্তার স্বার্থে তাকে আদালতে আনা হয়নি বলে জানান আইনজীবীরা।
শুনানিতে আসামিরা দাবি করেন, বিচার কাজ চালাতে তাদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দিতে পারছেন না, বাধার মুখে পড়ছেন। এসময় বিচারক প্রয়োজনে রাষ্ট্রপক্ষ আইনজীবী ঠিক করবে বলে তাদের আশ্বস্ত করেন। পরে ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণকে হাজির করা ও চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন।
চার্জশিটে আসামিদের মধ্যে রয়েছেন- চন্দন দাশ মেথর, রিপন দাশ, রাজীব ভট্টাচার্য্য, শুভ কান্তি দাশ, আমান দাশ, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত প্রকাশ দাস, রুমিত দাস, নয়ন দাশ, ওমকার দাশ, বিশাল, লালা দাশ, সামীর, সোহেল দাশ, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, লালা মেথর, দুর্লভ দাস, সুমিত দাশ, সনু দাস, সকু দাস, ভাজন, আশিক, শাহিত, শিবা দাস ও দ্বীপ দাস।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে আনা হলে তার অনুসারীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে তার অনুসারীরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ৩৯ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এসএ







