আইওআরডব্লিওজি’র সদস্য হল বাংলাদেশ ব্যাংক

চাটগাঁ নিউজ ডেস্ক: ইন্টারন্যাশনাল অপারেশনাল রিস্ক ওয়ার্কিং গ্রুপের (আইওআরডব্লিওজি) সদস্যপদ অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১২ জানুয়ারি) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পরিচালনাগত ঝুঁকি ব্যবস্থাপনার উৎকর্ষ সাধন এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ২০০৬ সালে আইওআরডব্লিওজি গঠিত হয়। গ্রুপটির সচিবালয় স্পেনের মাদ্রিদে অবস্থিত। আইওআরডব্লিওজির সর্বশেষ (১২৭তম) সদস্য হলো বাংলাদেশ ব্যাংক।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুপারিশের আলোকে বাংলাদেশ ব্যাংকের অপারেশনাল, ফাইন্যান্সিয়াল ও সাইবার ঝুঁকি সনাক্তকরণ এবং মূল্যায়নের নিমিত্ত গত ২৯ আগস্ট এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট (ইআরএম) ইউনিট গঠন করা হয়। নবগঠিত এ ইউনিট বিগত ডিসেম্বর মাসে গভর্নর মহোদয়ের অনুমোদনক্রমে আইওআরডব্লিওজির সদস্যপদ অর্জনের উদ্যোগ গ্রহণ করে। সে ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংককে আইওআরডব্লিওজির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

আইওআরডব্লিওজি চার্টার অনুসারে সংস্থাটিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করার জন্য ইআরএম ইউনিটের পরিচালকসহ তিনজন কর্মকর্তাকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান ইতোমধ্যে আইওআরডব্লিওজির সদস্য হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আইওআরডব্লিওজির সদস্যপদ অর্জন আন্তর্জাতিক মানদণ্ড ও বেস্ট প্রাকটিসের আলোকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনাগত ঝুঁকি নিরসনে কার্যকর নীতি ও কৌশল প্রণয়নে সহায়ক হবে।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top