চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রাম নিবাসী অ্যাডভোকেট আলহাজ্ব মো. আবদুল হালিম (৮০) আর নেই। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নাহ লিল্লাহে….রাজেউন)।
মৃত্যুকালে তিনি চার ছেলে,পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার চারিয়া মুছার দোকান সংলগ্ন মোহাম্মদীয়া ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কর্মজীবনে মরহুম অ্যাডভোকেট আলহাজ্ব মো. আবদুল হালিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী হিসাব নিয়ামক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি হাটহাজারী উপজেলা শাখার সভাপতি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সদস্যপদসহ বিভিন্ন ধর্মীয়,রাজনৈতিক,সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
চাটগাঁ নিউজ/ইউডি