চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং মানদণ্ড পরিমাপ আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম জানান, বিএসটিআই সনদ ছাড়া পানি বিক্রি করায় সদর হাসপাতাল সড়কের মেঘালয় ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা ও উত্তর টেকপাড়ার একোয়া ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় পেশকার পাড়ার প্রিন্স বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বেকারি প্রতিষ্ঠানটিকে অবিলম্বে বিএসটিআই সনদ হালনাগাদকরণ ও কেবলমাত্র বিএসটিআই লোগো সংবলিত পণ্য বিক্রির পরামর্শ দেয়া হয়েছে। তবে কঠোর নির্দেশ দেওয়া হয় ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে। তাদের বিএসটিআই সনদ গ্রহণ না করা পর্যন্ত পানি উৎপাদন ও বাজারজাত সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






