অস্ত্র-কার্তুজসহ মিরসরাই থেকে গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই থেকে ২টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশাসহ মো. বাহার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী বিলের মধ্যে সালাউদ্দিনের খামারের পাশে রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, বুধবার মধ্যরাতে বাহার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১টি এলজি, ১টি পাইপ গান, ২টি বার বোর শর্ট গানের তাজা কার্তুজ এবং অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজিঅটোরিকশা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিক্সায় থাকা ৪ জন আসামি দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার বাহারকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হলে আদােলত তাকে কারাগারে প্রেরণ করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top