পড়া হয়েছে: ৩০
সিপ্লাস ডেস্ক: কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং এইডেন মারক্রামের হাফসেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৩১২ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করলেন কুইন্টন ডি কক। দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ১০০ রান। দুর্দান্ত ছন্দটা ধরে রেখে লখনউতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করলেন ১০৯ রানের ঝলমলে সেঞ্চুরি।
অস্ট্রেলিয়ার হয়ে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক নিয়েছেন ২টি করে উইকেট। এ ছাড়া হ্যাজেলউড, প্যাট কামিনস ও অ্যাডাম জাম্পা নিয়েছেন ১টি করে উইকেট।