পড়া হয়েছে: ২৫
লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলায় বীর মুক্তিযুদ্ধার অসুস্থতার খবর পেয়ে মুক্তিযুদ্ধার বাড়িতে গিয়ে অসুস্থতার খোঁজখবর ও বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলার বড়হাতিয়া অসুস্থ বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান এবং পূর্ব কলাউজান কাজল কান্তি দাস এর বাড়িতে গিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান এবং সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
এসময় আরো উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেঙ্গল, রফিক দিদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।