চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “মানবসেবাই চিকিৎসকদের পরমধর্ম। একজন চিকিৎসক শুধু পেশাগত দায়িত্ব পালন করলেই চলবে না, তাঁকে মানবিক হতে হবে। অসুস্থ, বিপর্যস্ত কিংবা আর্থিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই চিকিৎসা পেশার মূল মহিমা।”
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নবনিযুক্ত ইন্টার্ন চিকিৎসকদের ‘ইন্টার্ন রিসেপশন ও এন্ডিং প্রোগ্রাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আরও বলেন, “চিকিৎসা পেশা কেবলই চাকরি নয়, এটি একটি মানবিক ব্রত। চিকিৎসকরা সমাজের শ্রদ্ধেয় ব্যক্তি—তাদের আচরণ, পেশাদারিত্ব ও সহমর্মিতা মানুষের আস্থা গড়ে তোলে। চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির অগ্রগতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রোগীর প্রতি আন্তরিকতা ও সহানুভূতিই প্রকৃত চিকিৎসার শক্তি।”
তিনি আরও যোগ করেন, “মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যেন শুধু ভালো ডাক্তারই না, বরং ভালো মানুষ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে—সে লক্ষ্যেই শিক্ষা ও প্রশিক্ষণ অব্যাহত রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী। মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. সুযত পাল, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উপদেষ্টা ও পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ জাহিদ হোসাইন শরীফ, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ আব্দুস সালাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, ড্যাব চমেক শাখার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ডা. ইসা চৌধুরী।
চাটগাঁ নিউজ/এমকেএন