অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানে ৮৬ জনকে সিআইপি স্বীকৃতি দিলো মন্ত্রণালয়

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ২০২২ সালের জন্য তিন ক্যাটাগরিতে সর্বমোট ৮৬ জনকে বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি (অনিবাসী বাংলাদেশি) বা সিআইপি (এনআরবি) হিসেবে নির্বাচন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার রায় স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

বুধবার (২০ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে সারাদেশ থেকে ৮৬ জনের মধ্যে চট্টগ্রাম থেকে ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি (অনিবাসী বাংলাদেশি) বা সিআইপি (এনআরবি)‘ নির্বাচিত হয়েছেন ২৮ জন। তারা হলেন: আবু জাহেদ ইমরান, মোহাম্মদ আকতার হোসেন, হাফেজ মোহাম্মদ জামাল, ফখরুল ইসলাম, মো : নুর সারোয়ার, এনাম উদ্দিন, কোরবান আলী, মো: আব্দুন নুর কাউছার, মো: আবদুল মতিন, মো: শাহজাহান মিয়া, আহম্মদ নুর, আবুল কাশেম,ফরিদুল আলম, পারভেজ মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী, মো: তৌহিদুল আলম, মো: আশরাফুর রহমান, মো: সেলিম,মোরশেদুল আলম, মো: জাহাঙ্গীর আলম, মো: ইয়াছিন চৌধুরী, মো: ফারুক, নুরুল আমিন , মো: শাহাব উদ্দিন, দিদারুল ইসলাম, মো: মোরশেদ, মো: এনামুল হক চৌধুরী, মো: লিয়াকত আলী, আরেকজনের নাম দেওয়া নাই ।আর বাকী ৫৮ জন অন্যান্য জেলা থেকে নির্বাচিত হয়েছেন

যথাক্রমে তিন ক্যাটাগরিতে সারাদেশ থেকে স্থান পেয়েছেন (ক) বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে এক (১) জন। (খ) বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৭৫ জন। (গ) বিদেশে বাংলাদেশের পণ্যের আমদানিরকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ১০ জন।

বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি (অনিবাসী বাংলাদেশি) নির্বাচন নীতিমালা ২০১৮ অনুযায়ী ২০২২ সালের জন্য নির্বাচিত সিআইপি (এনআরবি) গণ ২০২৪ সালের ০১ জানুয়ারী থেকে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর তারিখ পর্যন্ত সরকার অনুমোদিত সিআইপি পরিচয়পত্রসহ বাংলাদেশ সচিবালয়ে প্রবেশপত্রসহ প্রবেশাধিকার, সরকার কতৃক নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ে নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে যোগ্যতা অর্জন, দেশ বিদেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক সুবিধা, জাতীয় গুরুত্বপূর্ণ ‍ ‍দিবসগুলোতে বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহ কতৃক আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ, ব্যবসা সংশ্লিষ্ট ভ্রমণে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার, স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার, দেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের অনুরূপ সুযোগ-সুবিধা পাবেন এবং তাঁর বিনিয়োগ ক্ষেত্রে ১৯৮০ সালের বিদেশে প্রাইভেট বিনিয়োগ আইনের বিধান অনুসারে সংরক্ষণ এবং জাতীয় ও সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ সহ ইত্যাদি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

Scroll to Top