নিজস্ব প্রতিবেদক : বৃষ্টি বা জোয়ারের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে চট্টগ্রাম নগরীর অরক্ষিত খাল, নালা, উন্মুক্ত ড্রেন বা ম্যানহোলগুলো হয়ে উঠে একেকটি মৃত্যুফাঁদ। অরক্ষিত এসব খাল, নালা, ড্রেন, ম্যানহোলগুলোতে পড়ে গিয়ে ঘটছে মর্মান্তিক মৃত্যু। অকালে ঝরে যাচ্ছে নিরীহ প্রাণ। একের পর এক দুর্ঘটনায় এবার টনক নড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। অরক্ষিত খাল, নালা, উন্মুক্ত ড্রেন, ম্যানহোল চিহ্নিত করে নিরাপদ নগরী নিশ্চিতের পরিকল্পনা নিচ্ছে সংস্থাটি।
এজন্য ৪১ ওয়ার্ডে বসবাসকারী নগরবাসীর কাছ থেকে অরক্ষিত খাল-নালা, উন্মুক্ত ড্রেন, ম্যানহোলের তথ্য সহায়তা চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে চসিক।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি আজ সোমবার (২১ এপ্রিল) প্রচার করা হয়েছে।
চসিক সূত্রে জানা যায়, নগরীর যেসব এলাকায় অরক্ষিত খাল-নালা, ড্রেন ও উন্মুক্ত ম্যানহোল, স্ল্যাব রয়েছে সেসবের তথ্য সংগ্রহ করার জন্য চসিকের পক্ষ থেকে ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা নেয়া হয়েছে। নগরবাসী যাতে এ সংক্রান্ত যেকোন তথ্য চসিককে দিতে পারে তার জন্য ছয় জন কর্মকর্তার সমন্বয়ে একটি সেল গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের অরক্ষিত খাল-নালা, উন্মুক্ত ড্রেন, ম্যানহোল ও স্ল্যাবের তথ্য এ ছয় কর্মকর্তার মোবাইল নাম্বার, মেসেজ বা হোয়াটস অ্যাপে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। নগরীর ২৩, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩৬ নম্বর ওয়ার্ডের তথ্য পাঠানোর জন্য কর্মকর্তা রক্তিম চৌধুরী (০১৮৯৪-৮৮৩০১৫), নগরীর ৩৭, ৩৮, ৩৯, ৪০ এবং ৪১ নম্বর ওয়ার্ডের জন্য অভিষেক দাশ (০১৮৯৪-৯৯৩০২২), নগরীর ৯, ১০, ১১, ১২, ১৩, ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ডের জন্য প্রণয় চাকমা (০১৮৯৪-৮৮৩০১৩), নগরীর ৪, ৫, ৬, ১৭, ১৮, ১৯ এবং ৩৫ নম্বর ওয়ার্ডের জন্য মৌমিতা দাশ (০১৮১৭-৭৪৩০৮৩), নগরীর ১৪, ১৫, ১৬, ২০, ২১, ২২, ৩১, ৩২, ৩৩ এবং ৩৪ নম্বর ওয়ার্ডের জন্য শাহরীন ফেরদৌসি (০১৪০৬-৩৮৮৯৫২), ১, ২, ৩,৭ এবং ৮ নং ওয়ার্ডের তথ্য পাঠানোর জন্য উন্মে কুলসুম (০১৭১২-৮৫৪৬৩৪)।
অরক্ষিত খাল-নালা চিহ্নিত করে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে করণীয় নির্ধারণে গতকাল রবিবার প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে আগামী বৃহস্পতিবারের মধ্যে অরক্ষিত খাল, নালা চিহ্নিত করে তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহিত হয়।
এ ব্যাপারে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও জোয়ারের পানিতে অরক্ষিত খাল, নালা, ড্রেনে পড়ে প্রাণহানি ঘটছে। এ মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায় না। অনেকগুলো ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে গেছে। স্ল্যাবগুলো নষ্ট হয়ে গেছে। এখানে সিডিএ বা পানি উন্নয়ন বোর্ডের ম্যানহোলগুলো সংশ্লিষ্টদের দায়িত্ব। আমরা স্ব স্ব সংস্থাকে তথ্য দিয়ে দেব। আমাদের আওতাধীন অরক্ষিত খাল, নালা, ড্রেন, উন্মুক্ত ম্যানহোল ও স্ল্যাবগুলোা আমরা করব। নগরবাসীকে এসবের তথ্য প্রদান করে নিরাপদ নগরী গড়তে চসিককে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি।
এদিকে, চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ছয় মাসের শিশু সেহেরিজের মৃত্যুর ঘটনায় চসিকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ নোটিশ পাঠান।
নোটিশে সেহেরিজের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। তা ছাড়া নগরের সব খোলা নালা ও খাল চিহ্নিত করে ঢেকে ফেলার সময়বদ্ধ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, সব সিটি করপোরেশন ও পৌরসভার মধ্যে সমন্বয়ের মাধ্যমে অভিন্ন ড্রেনেজ নিরাপত্তা মানদণ্ড প্রণয়ন এবং স্বাধীন তদারকি কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। সেহেরিজের মৃত্যুর ঘটনায় দায় স্বীকার করে জনসমক্ষে কর্তৃপক্ষকে বিবৃতি দেওয়ার জন্যও বলা হয় নোটিশে।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ