অভ্যুত্থানে শহিদদের স্মরণে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলো ৩ শিক্ষার্থীর

চাটগাঁ নিউজ ডেস্ক: ৩৬ জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে ঠাকুরগাঁওয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে তিন স্কুল শিক্ষার্থী। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির তিন শিক্ষার্থী আজ ৩৬ কিলোমিটার দীর্ঘ একটি ম্যারাথন সম্পন্ন করেছে।

মোহাম্মদ সজীব (নবম শ্রেণি), মুনতাসীর বিল্লাহ (নবম শ্রেণি) এবং তামিম (দশম শ্রেণি) এই তিন শিক্ষার্থী সকালে ৫টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে দৌড় শুরু করে। পঞ্চগড় মহাসড়ক হয়ে ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী ভুল্লি মুন্সিরহাট পর্যন্ত পৌঁছে আবারও একই পথে ফিরে এসে তারা ৩৬ কিলোমিটার ম্যারাথন সফলভাবে শেষ করে। সময় লাগে ৪ ঘণ্টা ৫০ মিনিট।

এই উদ্যোগের পেছনে ছিল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ও পরিকল্পনায় তারা এই ম্যারাথনের আয়োজন করে। পথে নানা শারীরিক কষ্ট ও ক্লান্তির মুখেও থামেনি কেউ।

এক পর্যায়ে মোহাম্মদ সজীবের পায়ে টান ধরে। তাকে বাইকে উঠিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও সে প্রত্যাখ্যান করে। তার অদম্য মানসিকতা ও জেদ দেখে আর কেউ তাকে আটকায়নি। সজীব শেষ পর্যন্ত দৌড় সম্পন্ন করে।

অন্যদিকে, তামিম ছিলেন শারীরিকভাবে সবচেয়ে দুর্বল, কিন্তু মানসিকভাবে ছিল সবচেয়ে শক্ত। কারও মুখে যখন ক্লান্তির ছাপ, তখনও তামিম ছন্দে ছিল পুরোটা পথ। তার স্বপ্ন আয়রন ম্যান (Ironman) হওয়া সেটিরই যেন প্রাথমিক অনুশীলন ছিল এই ম্যারাথন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top