চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ার শপিং কমপ্লেক্সে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দেখে বিপণিকেন্দ্রের দোকানে তালা দিয়ে পালিয়ে গেলেন ব্যবসায়ীরা।
সোমবার (৮ ডিসেম্বর) নগরের ভিআইপি টাওয়ার শপিং কমপ্লেক্সে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, দোকান বন্ধ করে পার পাওয়ার সুযোগ নেই। আজ যারা দোকান ও পার্লার বন্ধ করে দিয়েছেন পরে সেখানে আবার অভিযান চালানো হবে। আমরা সবাইকে সতর্ক করেছি নকল, ভেজাল, অবৈধ প্রসাধন সামগ্রী বিক্রি না করতে। এতে ত্বক ও জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা আছে। অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আমদানিকারকবিহীন বিদেশি কসমেটিকস বিক্রির দায়ে আল-কাহার কসমেটিকসকে ৮ হাজার টাকা, মেক-আপ ম্যানকে ১০ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ কসমেটিকস ব্যবহার করায় সানন্দা বিউটি পার্লারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল বিক্রির দায়ে মেসার্স শুভশ্রী মেডিকেলকে ৭ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও মিষ্টির সিরায় তেলাপোকা পড়ে থাকায় দয়াময়ী মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






