অভিবাসী ও তাদের পরিবারের কল্যাণ বিষয়ক কর্মশালা সম্পন্ন

সিপ্লাস ডেস্ক: অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের অধিকার ও কল্যাণে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সাথে অভিবাসী ও তাদের পরিবারের কল্যাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর উদ্যোগে নগরীর রেডিসুন ব্লু-তে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার চট্টগ্রাম মোঃ তোফায়েল ইসলাম। প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি’র সভাপতি এডভোকেট সালমা আলী, হেলভেটাস বাংলাদেশ সিমস প্রকল্প পরিচালক আবুল বাশার, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ মুহাম্মদ ইব্রাহীম খলিল, বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মহেন্দ্র চাকমা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মাহফুজুল হক শাহ চৌধুরী প্রমূখ। কর্মশালায় অভিবাসন বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন ন্যাশনাল মাইগ্রেশন এক্সপার্ট শিপা হাফিজা।

প্রধান অতিথি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন, অভিবাসন খাতই মূলত দেশ স্বনির্ভরতার চালিকা শক্তি বিশাল সম্ভাবনাময় এ খাতকে সরকারকে আরো গুরুত্বের সাথে দেখতে হবে। এ সময় তিনি দক্ষ হয়ে বিদেশ যাওয়া এবং ব্যাংক চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর উপর গুরুত্বারোপ করেন। এ বিশাল সম্ভাবনাময় খাতকে সরকার গুরুত্বের সাথে দেখছে। তবে প্রতিষ্টানগুলোর সীমাবদ্ধতা যেমন আছে তেমনি সংশ্লিষ্টদের আন্তরিকতাও অনেক বেশী প্রয়োজন। বিশেষ অতিথি বিভাগীয় কমিশনার চট্টগ্রাম মোঃ তোফায়েল ইসলাম বলেন  নিরাপদ অভিবাসন বিষয়ে সরকার ভাল কাজ করছে, তবে আরো ভাল করতে হবে কেননা, অভিবানিরা দেশের সম্পদ। প্রবাসীদের অধিকার নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্টানগুলোকে অনেক বেশী আন্তরিকতার সাথে একযোগে কাজ করতে হবে।

প্রত্যাশী’র পরিচালক (প্রোগ্রাম) মোঃ আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সিমস প্রকল্প বিষয়ক ধারণা ও অগ্রগতি উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি (সূফি মনি) । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যার রেজাউল করিম (রাজা), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ আলী, বিকেটিটিসি’র ভাইস প্রিন্সিপাল নওরীন সুলতানা, রাউজান টিটিসি’র অধ্যক্ষ শ্যামল বড়ুয়া, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোঃ তারেক জিয়া উদ্দিন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ আজিজুল হক নিউটন, প্রবাসী কল্যান ব্যাংকের আঞ্চলিক প্রধান ফেরদৌস খায়ের, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক প্রজেশ কুমার সাহা, পরিচালক (মাইক্রোফিন্যান্স) মোঃ নাসিম হায়দার, প্রত্যাশী পরিচালক (প্রোগ্রাম) সৈয়দ শহীদ উদ্দীন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি ও বিদেশ ফেরৎ অভিবাসী কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top