অভাব অনটনের সংসারে জিপিএ-৫ পাওয়া সামিয়া হতে চায় প্রকৌশলী  

চাটগাঁ নিউজ ডেস্ক: বাবা রিকশাচালক আর মা গার্মেন্টস কর্মী। অভাব অনটনের সংসারে তাদের আশার আলো দেখাচ্ছে একমাত্র মেয়ে সামিয়া। যে এবারের এসএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫। তাইতো অভাবের সংসারেও তারা স্বপ্ন বুনছেন মেয়েকে প্রকৌশলী বানানোর।

জানা গেছে, অভাবের সংসারে মায়ের সাথে কাজে হাত লাগাতো সামিয়া। পরে মায়ের সাথে রান্না বান্নার কাজ শেষে ঘরের এক কোণে বসে পরীক্ষার প্রস্তুতি নিত। নগরীর পাহাড়তলী ইউসেফ টেকনিক্যাল স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে সামিয়া পেয়েছে জিপিএ-৫। তাইতো ভবিষ্যতে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে দেশের মুখ উজ্জ্বল করার প্রত্যয়ে পড়াশোনায় গভীর মনোযোগ তার।

রিক্সাচালক বাবা হাবিব জানান— নিজে না খেয়ে মেয়ের খাতা কিনেছেন, পরীক্ষা ফি জমা দিয়েছেন। কারণ তার বিশ্বাস, সামিয়াই একদিন এই ঘরটাকে আলোয় ভরিয়ে তুলবে।

বিস্তারিত সিপ্লাসে………………………………..

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top