আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন।
মার্কিন সেনাবাহিনীর একটি সি-১৭ উড়োজাহাজ ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। খবর রয়টার্স।
১৮ হাজার ভারতীয় ফেরতের তালিকায়
মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হবে। এরই মধ্যে প্রথম ব্যাচের অভিবাসীদের বহনকারী উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের একটি অজ্ঞাত অঙ্গরাজ্য থেকে ছেড়ে গেছে। তবে কোন রাজ্য থেকে বিমানটি উড্ডয়ন করেছে, ভারতে সেটি কোথায় অবতরণ করবে এবং এতে কতজন ভারতীয় রয়েছেন— এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আইসিই কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ভূখণ্ডে পৌঁছাবে।
ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন
২০২৪ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ক্ষমতায় ফিরলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। নির্বাচনে জয়লাভের পর তিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন এবং এরপরই অভিবাসন নীতি আরও কঠোর করেন।
তার স্বাক্ষরিত নির্বাহী আদেশগুলোর মধ্যে অন্যতম ছিল ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’। এই আদেশের আওতায় অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠাতে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীদের সংখ্যা
যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক ভারতীয় অভিবাসী বসবাস করেন। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা মেক্সিকোর, এরপর এল সালভাদর ও ভারতের অবস্থান। দেশটিতে বর্তমানে আনুমানিক ৭ লাখ ২৫ হাজার ভারতীয় অভিবাসী নথিবিহীন অবস্থায় রয়েছেন।
ভারতের প্রস্তুতি
যুক্তরাষ্ট্রে নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের পর গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছিলেন, যারা বৈধ অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদের দেশে ফেরত নিতে ভারত প্রস্তুত।
১৫ লাখ অভিবাসী ফেরত পাঠানোর পরিকল্পনা
আইসিইর কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শুধু ভারতীয় নয়, চলমান অভিযানের আওতায় বিভিন্ন দেশের অন্তত ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রশাসন। এই উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ