অবৈধ বালু উত্তোলনে তিন প্রতিষ্ঠানকে জরিমানা, স্কেভেটর জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামরে কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন বালু সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এই সময় তিন প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে দুইটি স্কেভেটর ও ১ লাখ ৩০ হাজার ঘনফুট বালু।

আজ রোববার (১২ মে) দুপুরে সাড়ে ১২ টায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী।

অভিযানে এলবি এন্টারপ্রাইজের মালিক প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া, ফতে আলী শাহ এন্টারপ্রাইজের মালিক নুরুল ইসলাম ও সরওয়ার করপোরেশনের মালিক আবু শাহাদাতকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এই সময়  সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী জানান, ইজারাগ্রহীতা কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান উত্তোলিত বালু বা মাটি সংশ্লিষ্ট মালিক বা আইনানুগ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ব্যতীত স্থানীয় জনগণের জায়গায় ও সরকারের জমিতে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের মাঠ, আঙ্গিনা, জায়গায় স্তূপ আকারে রাখতে পারবেন না।

ভেল্লাপাড়ার বালু সেন্টারগুলোতে কোন রকমের নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনা করায় সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বালু ও জব্দকৃত দুইটি স্কেভেটর স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top