কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত এবং পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজপাড়া ও বরইছড়ি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রাজস্থলী উপজেলার কলেজপাড়া এলাকায় অবস্থিত কেবিডব্লিউ এবং বরইছড়ি গ্রামের বিআরবি নামক দুটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বৈধ নথিপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দুইটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভা এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
জরিমানা আদায়ের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভা ইটভাটা দুটির মালিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছেন।
অভিযান চলাকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী, পুলিশ বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন







