চাটগাঁ নিউজ ডেস্ক: অবৈধভাবে মালয়েশিয়ায় গমনকালে সেন্টমার্টিনের বঙ্গোপসাগর থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণে মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ২১৪ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বাংলাদেশ নৌবাহিনীর সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর সমুদ্র থেকে ২১৪ জন মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ ‘এফভি কুলসুমা’ নামক একটি মাছ ধরার নৌকা আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের উদ্দেশে যাত্রা করে।
সেন্টমার্টিন্স থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী জাহাজ মাছ ধরার নৌকা ‘এফভি কুলসুমা’র নিকট পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে। এ সময়ে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। যাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।
আটক ব্যক্তিদের সবাই মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বলে জানা যায়। নৌকাটি সোমবার (৭ এপ্রিল) রাত ২টায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া শাপলাপুর ইউনিয়নের উপকূলীয় এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক মাছ ধরার নৌকা ও মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন্স এর নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, নৌকাটি ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করে যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারত। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন