অবশেষে উপজেলা পরিষদের সভায় গেলেন আনোয়ারার সেই ৯ চেয়ারম্যান

আনোয়ারা প্রতিনিধি : অবশেষে নানান নাটকীয়তার জন্ম দিয়ে আনোয়ারা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় অংশ নিয়েছেন আলোচিত সেই ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নিরাপত্তাহীনতার অজুহাত তুলে পর পর দুই সভায় অনুপস্থিত ছিলেন তারা। এতে নানা মহলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা সম্মেলন কক্ষে প্রশাসন আয়োজিত মাসিক সাধারণ সভায় যোগ দেন ইউনিয়নের এক প্যানেল চেয়ারম্যানসহ ১১ ইউপি চেয়ারম্যান। এতে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সমন্বয় সভা শেষ হয়। ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা।

তবে এর আগে ৯ চেয়ারম্যান নিরাপত্তাহীনতার অজুহাত তুলল কেন? এ নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। মূলত চেয়ারম্যানদের এ নাটকীয়তা শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে।

জানা গেছে, গত ২৯ মে আনোয়ারায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে অংশ নেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সমর্থিত কাজী মোজাম্মেল হক ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সমর্থিত দুইবারের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। এতে উপজেলার ১১টি ইউনিয়নের সকল চেয়ারম্যানরা কাজ করেন তৌহিদের পক্ষে। এর মধ্যে নির্বাচনে জনগণের বিপুল ভোটে জয়লাভ করেন অর্থ প্রতিমন্ত্রীর সমর্থিত প্রার্থী কাজী মোজাম্মেল। গত ৬ জুন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের প্রথম সমন্বয় সভায় নিরাপত্তাহীনতার অজুহাত তুলে সভা বর্জন করেন ৯ ইউপি চেয়ারম্যান।

এদিকে, চেয়ারম্যানদের এমন অজুহাতে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্নভাবে ট্রলের শিকার হয় তারা। নেটিজেনরা মনে করেন নির্বাচনে এসব চেয়ারম্যানদের সমর্থিত প্রার্থীর পরাজয়ে লজ্জায় সভায় তারা উপস্থিত হননি৷ আবার অনেকে মনে করেন, পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার জন্য একপক্ষের ইশারায় এমন নাটকীয়তা জন্ম দেন তারা।

সভায় যোগদান প্রসঙ্গে জনিতে চাইলে চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, উপজেলা প্রশাসনের আয়োজিত মাসিক সাধারণ সভায় সব চেয়ারম্যানরা উপস্থিত ছিলাম। কোনো ধরনের সমস্যা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, আজকের সভায় সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভায় অতীতেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top