অবশেষে রাঙামাটিতে ভাঙা হলো শেখ মুজিবের ভাস্কর্য

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে চারদিনের প্রচেষ্টার পর অবশেষে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যার দিকে ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়।

গত চারদিন ধরে এই ভাস্কর্যটি ভাঙ্গার জন্য লোহার হাতুরি, ড্রিল মেশিনসহ নানান যন্ত্রপাতি দিয়ে চেষ্ঠা করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা।

এর আগে গত শুক্রবার (১৬ মে) বিকেল ৫টা থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একদল লোক জেলা শহরের উপজেলা পরিষদ এলাকায় ভাস্কর্য ভাঙার কার্যক্রম শুরু করে। ওইদিন বিকেলে ভেদভেদী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মুজিবের ভাস্কর্যের সামনে গিয়ে অবস্থান নেয়।

ভাস্কর্য ভাঙার পর আন্দোলনকারীরা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অবশেষে ফ্যাসিবাদী চিহ্ন মুছে ফেলা গেল। যেখানেই ফ্যাসিবাদের চিহ্ন থাকবে, সেখানে ছাত্র-জনতা প্রতিবাদ জানাবে।

উল্লেখ্য যে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০১২ সালে রাঙামাটি জেলা শহরের ভেদভেদী সার্ভার এলাকায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। ২০১২ সাল থেকে প্রায় ২০২০ সাল পর্যন্ত ধাপে ধাপে ভাস্কর্যটির নির্মাণ করা হলেও এখনো কিছু কাজ অসম্পন্ন রয়ে গেছে। প্রথম পর্যায়ে ৪ কোটি পরবর্তীতে আরো ৭ কোটি টাকা খরচ করা হয়েছে এমন তথ্য জানা গেলেও বর্তমানে জেলা পরিষদ কর্তৃপক্ষ এই ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top