অবশেষে ট্রাম্পের শান্তিচুক্তিতে রাজি ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে একটি চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন এবং এখন কেবল ‘ক্ষুদ্র কিছু বিষয়’ বাকি রয়েছে বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন। যদিও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এখনো আরো কাজ বাকি রয়েছে।

মার্কিন সেনাবাহিনীর সেক্রেটারি আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের প্রস্তাব নিয়ে বৈঠক করার সময় ওই কর্মকর্তা বলেন, ‘ইউক্রেনীয়রা শান্তিচুক্তিতে সম্মত হয়েছে। কয়েকটি ছোটখাটো বিষয় সমাধান করতে হবে, তবে তারা শান্তিচুক্তিতে রাজি হয়েছে।

মার্কিন এই বক্তব্য আবুধাবিতে উপস্থিত ইউক্রেনীয় কর্মকর্তাদের প্রকাশ্য অবস্থানের চেয়েও এগিয়ে গেছে বলে মনে হয়। ইউক্রেনীয় প্রতিনিধিদল সেনাবাহিনীর সেক্রেটারি ড্যান ড্রিসকলের সঙ্গেও যোগাযোগ রাখছে।

এক্সে দেওয়া পোস্টে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সচিব রুস্তেম উমেরভ লিখেছেন, জেনেভায় আলোচিত চুক্তির ‘মূল শর্তগুলো নিয়ে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেছে’।

তিনি লেখেন, এখন আমাদের পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় অংশীদারদের সমর্থন প্রত্যাশা করছি।

উমেরভ আরো বলেন, চূড়ান্ত পদক্ষেপ সম্পন্ন করতে এবং প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর আয়োজনের অপেক্ষায় আছে।

এর আগে সকালে জেলেনস্কি এক্সে লিখেছিলেন, ‘জেনেভার বৈঠকগুলোর পর আমরা শান্তির পথে বাস্তব অগ্রগতির অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি। দৃঢ় কিছু ফল পাওয়া গেছে, তবে সামনে এখনো অনেক কাজ অপেক্ষা করছে।

এদিকে ড্রিসকলের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জেফ টলবার্ট বলেছেন, আবুধাবিতে যুক্তরাষ্ট্র-রাশিয়া প্রতিনিধিদলের আলোচনাগুলো ‘ভালোভাবে এগোচ্ছে এবং আমরা আশাবাদী আছি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top