অবশেষে জ্ঞান ফিরেছে ইমতিয়াজের, কথা বলেছে মা-বাবার সঙ্গে
খুলে নেওয়া হয়েছে লাইফ সাপোর্ট

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হওয়া চবি শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের জ্ঞান ফিরেছে। দীর্ঘ ৬ দিন পর জ্ঞান ফেরার পরপরই খুলে নেওয়া হয়েছে তার লাইফ সাপোর্ট। মা-বাবার সঙ্গে কথাও বলেছেন তিনি। তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকগণ।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির।

তিনি বলেন, আজকে মেডিকেল বোর্ড বসেছে। তখন লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। খোলার পর ইমতিয়াজ ভালো রেসপন্স করছে। মা-বাবার সঙ্গে কথাবার্তা বলেছে। বাবা, মা ও ভাইকে চিনতে পেরেছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুজন মেডিসিন কনসালটেন্ট আজ ইমিতিয়াজকে দেখবেন। অক্সিজেন সেচুরেশন ১০০ মেইনটেইন হচ্ছে। সবকিছু মিলিয়ে অবস্থার উন্নতি হয়েছে।

অন্যদিকে পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল করিম জানান, আজ সায়েমের জিসিএস (Glasgow Coma Scale) স্কোর ছিল ১২/১৩। জিসিএস হলো মস্তিষ্কের আঘাতজনিত কারণে একজন ব্যক্তির চেতনার মাত্রা পরিমাপ করার একটি পদ্ধতি। এটি চোখের প্রতিক্রিয়া, মৌখিক প্রতিক্রিয়া এবং শারীরিক নড়াচড়ার ওপর ভিত্তি করে একটি স্কোর দেয়, যেখানে সর্বোচ্চ স্কোর ১৫ এবং সর্বনিম্ন ৩। সায়েমের জিসিএস স্কোর ১২/১৩ হওয়া তার শারীরিক অবস্থার উন্নতির ইঙ্গিত দেয়। আগামীকাল (রোববার) দুপুর আড়াইটায় তার জন্য আবার মেডিকেল বোর্ড বসবে এবং সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট (রোববার) সংঘর্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইমতিয়াজ আহমেদ সায়েমকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চমেক হাসপাতাল ও পরে নগরীর পার্কভিউ হাসপাতালে নেয়া হলে ওই দিন রাতে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top