চাটগাঁ নিউজ ডেস্ক: প্রবাসীদের দীর্ঘদিনের চাহিদা অবশেষে পূরণ হলো। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের হাতে পোস্টাল ভোট বিডি নামের অ্যাপ উদ্বোধনের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত হতে চলেছে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অ্যাপটি উদ্বোধন করেন তিনি। এসময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ অনেক রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।
এ সময় মিশর, জাপান ও কেনিয়া থেকে কয়েকজন প্রবাসী ভোটদানের জন্য নিবন্ধন সম্পন্ন করেন।
সিইসি বলেন, এতোদিন প্রবাসীরা নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এখন থেকে তা দূর হলো। আমরা সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে এটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। তিন মাসের কিছু বেশি সময় নিয়ে মোবাইল অ্যাপ তৈরির মতো একটি কাজ আমরা সম্পন্ন করেছি। এটিকে আমরা দুঃসাহসের সঙ্গে বিবেচনা করছি। এটি একটি আইটি সাপোর্টেড সিস্টেম। যেটি ভোট প্রদানের জন্য নিবন্ধন প্রক্রিয়া অনলাইন আর প্রদানের কার্যক্রম ম্যানুয়েল।
ইসির পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিরা ২৩ নভেম্বরের মধ্যে ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন।
উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর, ইউরোপে বসবাসরত প্রবাসীরা আগামী ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর, সৌদি আরবের প্রবাসীরা ৪ থেকে ৮ ডিসেম্বর, দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর, মধ্য প্রাচ্যের সৌদি আরব বাদে অন্যান্য দেশগুলো প্রবাসীরা ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
এছাড়া বাংলাদেশে বসবাসরতরা (ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবী, কয়েদি ও অন্যান্য দেশে বসবাসরত ভোটাররা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবে।
অ্যাপে নিবন্ধন করার পর সংশ্লিষ্টদের নিয়ে পৃথক ভোটার তালিকা করবেন রিটার্নিং কর্মকর্তা। এক্ষেত্রে নিবন্ধনের সময় দেওয়া ঠিকানায় ফিরতি খামসহ ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ফের অ্যাপে প্রবেশ করে প্রার্থী তালিকা দেখে সংশ্লিষ্ট ভোটার ভোট দেবেন। এরপর তা ফিরতি খামে ভরে নিকটস্থ পোস্ট অফিস বা পোস্টবক্সে জমা দিলেই তা চলে আসবে রিটার্নিং কর্মকর্তার কাছে। এসব ভোট জমা থাকবে সরকারি কোষাগারে। ভোটের দিন তা গণনা করা হবে।
১৪৩টি দেশের ৫০ লাখ ভোটারকে নিবন্ধনের লক্ষ্যমাত্রা ধরে প্রাথমিকভাবে ২০ লাখ ব্যালট পেপার ছাপাবে ইসি। পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে আরও ছাপানো হবে। পোস্টাল ব্যালটে কেবল প্রার্থীর প্রতীক থাকবে। নাম থাকবে না।
চাটগাঁ নিউজ/জেএইচ






