চাটগাঁ নিউজ ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন চট্টগ্রাম নগরে সড়কবাতি নিভিয়ে রাখার অভিযোগে অভিযুক্ত হয়ে ‘বাতি ঝুলন’ আখ্যা পাওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলী (সাময়িক বরখাস্ত) ঝুলন কুমার দাশকে সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯, এর ৬৪(২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদে প্রাপ্য হবেন। এ আদেশ ১৫ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।
গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপ-সচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক আদেশে সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলী ঝুলন দাশকে রংপুর সিটি কর্পোরেশন থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বদলি করা হয়।
উল্লেখ্য, গত আগষ্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘বাতি ঝুলন’ চসিকের বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে ছিলেন। গণ অভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতন হলে ১৩ আগস্ট ঝুলন দাশকে অপসারণের দাবিতে চসিক কার্যালয় ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই প্রেক্ষিতে ১৪ আগস্ট প্রকৌশলী ঝুলন দাশকে সাময়িক বরখাস্ত করে চসিক। তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণে তদন্তে তিন সদস্যের কমিটি করে চসিক। এমন অবস্থায় ২৬ সেপ্টেম্বর চসিক থেকে রংপুর সিটি কর্পোরেশনে তাকে বদলি করা হয়। ২৯ সেপ্টেম্বর তিনি রংপুর সিটি করপোরেশনে যোগ দেন।
গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক আদেশে প্রকৌশলী ঝুলন দাশকে রংপুর সিটি কর্পোরেশন থেকে বিনা পদায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ফের বদলি করা হয়। সরকারের পৃথক আরেকটি আদেশে ঝুলনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনাও দেয়া হয়। ১২ ডিসেম্বর তাকে চসিকে যোগদান করানো হয়।
চসিকে যোগদান করানোর কারণ হচ্ছে, স্থানীয় সরকারের নিয়ম অনুযায়ী ঝুলন দাশের নিয়োগ যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। তাই তাকে দায়িত্ব থেকে অপসারণের ক্ষেত্রে চসিকের নির্দেশনাই কার্যকর হবে। ১৫ ডিসেম্বর মেয়র শাহাদাত হোসেনের আদেশে প্রকৌশলী ঝুলন দাশকে চসিক থেকে অপসারণ করা হয়।
চাটগাঁ নিউজ/ইউডি