চাটগাঁ নিউজ ডেস্ক: প্রায় ৩৬ ঘণ্টা পর অবশেষে উদ্ধার করা হলো কক্সবাজারের টেকনাফে অপহৃত হওয়া ১৮ শ্রমিক। টেকনাফের গহীনে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থেকে তাদের উদ্ধার করে যৌথবাহিনী। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার পশ্চিমের গহীন পাহাড় থেকে স্থানীয় জনতা, বন বিভাগের সহায়তায় পুলিশ-র্যাব-এপিবিএন যৌথ অভিযানে তাদের উদ্ধার করেছে।
এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে পাহাড়ে গাছের চারা রোপণ করতে গিয়ে ওই ১৮ জন অপহরণের শিকার হন।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, উদ্ধার অভিযানে অপহরণে জড়িত দুজনকে আটক করা হয়। একই সঙ্গে অপহরণ চক্রটিও শনাক্ত করা সম্ভব হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, উদ্ধার হওয়া শ্রমিকদের পাহাড় থেকে বের করে আনা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।
জানা গেছে, গত এক বছরের বেশি সময় ধরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৫৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ৯৪ জন স্থানীয়, ৫৯ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পান।
টেকনাফ থানার তথ্যমতে, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৪টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৬৫ জন। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে।
চাটগাঁ নিউজ/জেএইচ