দেশপ্রিয় বড়ুয়া, লোহাগাড়া : লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় যুবক নিহতের ঘটনায় দীর্ঘ ৬ ঘন্টা পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভকারীরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, দুপুর ১টার দিকে চুনতি বনপুকুর এলাকায় মারসা পরিবহনের কক্সবাজারমুখী একটি বাস চুনতি ইউনিয়নের কাজি ফার্ম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা দেয়। এসময় সড়কের পাশে থাকা এক যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় ৬ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। পরে রাত ৮টার পর সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কমিটির মজলিসে শুরা সদস্য শাহাজাহান চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে আসেন। এসময় তাঁরা অবরোধ তুলে নেওয়ার জন্য বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলেন। মারসা ড্রাইভারকে দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
চাটগাঁ নিউজ/এসএ