অফিস দখলকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, চোখ হারালেন ১ জন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের নতুনপাড়া এলাকায় একটি গার্মেন্টস লাগোয়া বিএনপি কার্যালয় দখল করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাহ আলম নামে এক জামায়াত নেতার চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নতুনপাড়া মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেন জানান প্রত্যক্ষদর্শীরা ৷

প্রত্যক্ষদর্শীরা জানান , গত ৫ আগস্ট পরবর্তী নতুনপাড়ার আওয়ামী লীগ কার্যালয় দখল করে নেয় স্থানীয় বিএনপি নেতা বড় সাজ্জাদ ও হাবিব খান। এর পর থেকে পার্শ্ববর্তী গার্মেন্টসের জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠে তারা। কিন্তু স্থানীয় জামায়াত নেতা শাহ আলম প্রকাশ মো. আলী আগে থেকেই এই জুট ব্যবসা নিজের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছিলেন।

এ নিয়ে বেশ কিছুদিন যাবৎ জুট ব্যবসার দখল নিয়ে  উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে শাহ আলমের লোকজন আজ সকালে বিএনপির দখলে থাকা আওয়ামী লীগ অফিস ভাংচুর করে গুড়িয়ে দিলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

পরে বিদেশে থাকা বিএনপি নেতা হাবিব খান ও বড় সাজ্জাদের লোকজন শাহ আলমের ওপর হামলা করে। তাকে মারধর করে তার এক চোখ উপড়ে ফেলে। পরে আহতবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।

বিষয়টি জানতে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

চাটগাঁ নিউজ/ইউডি/এমকেএন/জেএইচ

Scroll to Top