কাপ্তাই প্রতিনিধি: খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, অপার সম্ভাবনাময় উপজেলা রাঙামাটির কাপ্তাই উপজেলা। এই উপজেলায় সকল সম্প্রদায়ের লোকজন দীর্ঘকাল ধরে এক সাথে বসবাস করে আসছেন। এই উপজেলার একদিকে রয়েছে কাপ্তাই লেক, একদিকে কর্ণফুলি নদী আর একদিকে পাহাড়-সব কিছু মিলে অনিন্দ্য সুন্দর একটি উপজেলা। দীর্ঘ ৪ বছরের কাছাকাছি সময়ে কাপ্তাইয়ে কর্মরত থাকাকালীন আমি এখানকার মানুষের ভালোবাসা পেয়েছি।
তিনি শনিবার বেলা তিনটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং কাপ্তাই উপজেলার প্রাক্তন উপজেলা নির্বাহী অফিসারদের স্মৃতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কাপ্তাই উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করেন।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) এর সভাপতিত্বে বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপক শামীম আহমেদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাইয়ের প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সফি-উল-আলম, কাপ্তাইয়ের প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহীম, রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
মতবিনিময় সভা এবং স্মৃতি সম্মিলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেডের অবসরপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিক উল্লাহ, কাপ্তাই উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জামাল এ নাসের চৌধুরী, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. অধ্যাপক শাহাবুদ্দীন মাহমুদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সহ সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের নির্বাহী পরিচালক মোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ।
চাটগাঁ নিউজ/ঝুলন দত্ত/এমকেএন