অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপন কর্মসূচি পালন

চাটগাঁ নিউজ ডেস্ক : অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে মাউশি কর্তৃক ঘোষিত নির্দেশনার আলোকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ কর্মসুচী পালন করা হয় অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে।

সহকারী প্রধান শিক্ষক গোলাম হক্কানির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বিজয়া লক্ষ্মীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল।

বিশেষ অতিথি ছিলেন জিনিয়াস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সরোজ আহমেদ। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আনোয়ারী।

বক্তারা পরিবেশ সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং বর্জ্য ব্যবস্থাপনা আরো আধুনিকায়নের ওপর জোর দেন। তারা বলেন, পাহাড় ও বৃক্ষ নিধন আমাদের পরিবেশকেই ক্ষতি করছে না আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। এজন্য আমাদের বেশি করে গাছ লাগাতে হবে।

পরে কলেজ আঙ্গিনায় ফলজ বনজ ও ঔষধী গাছ লাগানে হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top