অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে ভোক্তার অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (৯ জুলাই) ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নগরীর গুলিস্তান হোটেলকে পঁচা ডিম দিয়ে খাবার তৈরি ও অপরিচ্ছন্ন পরিবেশে রান্নার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং তেলাপোকায় ভরা রান্নাঘরের কারণে আজাদী হোটেল অ্যান্ড বিরিয়ানি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শিল্প লবণ ব্যবহার ও নোংরা রান্নাঘরের কারণে গণি হোটেলকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে কাদের ফার্মেসিকে ২ হাজার টাকা এবং মূল্য কেটে বেশি দামে ওষুধ বিক্রির জন্য শফি ইনানী ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ব্যবসায়ীদের ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top