অপপ্রচারের প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মো. সালাহউদ্দিনের বিরুদ্ধে সীতাকুণ্ড প্রেসক্লাবের নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় দিয়ে জনৈক জহির কর্তৃক থানায় জিডি এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে বিএনপি উপজেলা এবং পৌর শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, জনৈক জহির সাংবাদিক পরিচয়ে সীতাকুণ্ড প্রেস ক্লাবের নাম ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কল্পকাহিনী লিখে এবং অজ্ঞাত একটি অনলাইনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী সালাহ উদ্দীনের বিরুদ্ধে থানায় জিডি এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে বিএনপিকে দুই গ্রুপে ভাগ করার পাঁয়তারা করছে।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সালাউদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী। সেই সাথে বিশ্বাসী গণতন্ত্রে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর সুযোগ সন্ধানী একটি চক্র অপসংবাদিকতার মেতে উঠেন। তারা বিএনপির নেতাকর্মীর ঐক্যে ফাটল ধরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের পাশাপাশি মিথ্যা সংবাদ প্রচারে লিপ্ত হয়ে উঠেন।

বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি আরও বলেন, সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকা জহির বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে অপপ্রচার চালালেও তাদের ঐক্য ফাটল ধরাতে পারবে না। অনতিবিলম্বে জহির ও তার নেতৃত্বে গড়ে উঠা সুযোগ সন্ধানী চক্র অপকর্ম থেকে সরে না এলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার দাঁতভাঙ্গা জবাব দিবেন।

পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর সামছুল আলম আযাদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাহ উদ্দীন, সদস্য ইউসুফ নিজামী, উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী মহিউদ্দীন, উত্তর জেলা কৃষক দলের সভাপতি বদরুল আলম বদরুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, পৌর বিএনপি সদস্য সচিব ছালে আহমদ সলু, ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম, মো. রাসেল, মো. আকবর হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ারসহ বিএনপির বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে মিথ্যা অভিযোগ এবং জনৈক জহিরুল ইসলামের শাস্তির দাবিতে পৌর সদর এলাকায় একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

চাটগাঁ নিউজ/দুলু/এসএ

Scroll to Top