চাটগাঁ নিউজ ডেস্ক: কোনো অন্যায় কর্মকাণ্ডে না জড়াতে নেতা-কর্মীদের সাবধান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্যায় করবেন না, তাহলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে৷
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচিতে এসে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি৷ অন্যায় করবেন না, যদি করে থাকেন তাহলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে৷ কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেবেন৷ দল আপনাদের, ধানের শীষ আপনাদের, রক্ষা করার দায়িত্ব আপনাদের।
‘আয়নাঘর’ ও পতিত স্বৈরাচার শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ যাদের ভয় পেয়েছে তাদের গুম করেছে। ১৭০০ মানুষকে গুম করা হয়েছে। ৭ থেকে ৮ বছর পর্যন্ত তাদের আটকে রাখা হয়েছে। গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকে আট বছর গুম করে রাখা হয়েছে। সিলেটের এমপি ইলিয়াস আলীর এখনো খবর পায়নি তার পরিবার। আমরা ভয়াবহ ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছি৷ এখন হাসিনা ভারতে বসে গুতোগুতি করছে৷
মির্জা ফখরুল বলেন, বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। একটা ভালোবাসার বাংলাদেশ চাই। বিএনপি ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন সনাতন ধর্মাবলম্বীরা।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন