সিপ্লাস ডেস্ক: যে একদিন আগে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে মানুষকে বাচাঁনোর জন্য ‘বন্যার অবস্থা খুব খারাপ। লোগাহাড়ার স্কুল কলেজ ভবনগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দিন’ এমন আবেদন জানিয়েছিলেন, আজ নিজেই বন্যার পানিতে ভেসে গেলেন। তারপর লাশ হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
জুনায়েদুল ইসলাম জারিফের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জনকল্যাণ স্কুলের পাশে।
গতকাল সোমবার রাতে ভয়াবহ বন্যায় জারিফের বাড়িঘর ডুবে গেলে বন্যার পানি ও স্রোত ঠেলে তার মা-বাবাকে পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। পরে তার মুল্যবান জিনিস ও বইপত্র নেয়ার জন্য বাড়িতে যাওয়ার সময় পানির তীব্র স্রোতে ভেসে যায়।
আজ মঙ্গলবার বিকেলে তার মরদেহ বন্যার পানিতে ভেসে ওঠে। তিনি চন্দনাইশস্থ বিজি ট্রাস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী ও জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন বলে জানা গেছে।
জারিফ তার মা-বাবার একমাত্র সন্তান ছিল। মা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।