নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ব্যবসায়ী শেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আটককৃত ছয়জনকে হেফাজত ইসলামের জিম্মায় মুক্তি দিয়েছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ‘তাওহিদী ছাত্র জনতা’র ব্যানারে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে ১০/১২ জন যুবক। তবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আয়োজকদেরকে ধাওয়া দেয়।
এই ব্যাপারে কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, প্রেস ক্লাব চত্বরে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সমর্থক ও কর্মীরা কর্মসূচি পালন করছে-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করে থানায় নিয়ে আসে। তবে যাচাই বাছাইয়ে জানতে পারি, তারা হিযবুত তাহরীরের কর্মী নন। তারা হেফাজত ইসলামের কর্মী। হেফাজত ইসলামের নেতারাও আমাদেরকে সেটা নিশ্চিত করেছেন। তাই নেতাদের জিম্মায় আটক ছয় জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট গঠিত হয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং পরে আরও চারজন উপদেষ্টা পরিষদে যুক্ত হন। রোববার নতুন করে ব্যবসায়ী বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলমকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে মোট উপদেষ্টা ২৪ জন।
চাটগাঁ নিউজ/ইউডি