ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব নাপিত পাড়ার স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই নারীর নাম রোকসানা আক্তার (৩৫)। তিনি উক্ত এলাকার নুরুল আবছারের স্ত্রী এবং পার্শ্ববর্তী খুরুস্কুল ইউনিয়নের কাওয়ার পাড়ার নুরুল হক সওদাগরের মেয়ে। নিহতের পাঁচ বছর ও সাড়ে তিন বছর বয়সী দুটি ছেলে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ছলিম উল্লাহ জানান, পরিবারের সদস্যরা সকাল সাড়ে ৫টার দিকে গিয়ে দেখেন রান্না ঘরের বাইরের দরজায় গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে তিনি এ খবর শুনে থানাকে বিষয়টি জানালে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত তাদের পরিবারে কলহবিবাদ চলে আসছে। একাধিকবার মীমাংসাও করা হয়েছিল।
নিহতের পিতা নুরুল হকের দাবি, তার মেয়েকে শ্বশুরপক্ষ পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। তবে ঘটনার পর থেকে শ্বশুর পক্ষের লোকজন গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমনকেএন