অনুমোদন ছাড়া পানি সাপ্লাই, লাখ টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডে অনুমোদনহীন প্লাস্টিকের জার ও বোতলে পানি বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, সীতাকুণ্ডে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন প্লাস্টিকের জার ও বোতলে পানি সাপ্লাই দিয়ে আসছিলো নীল প্রিমিয়ার ওয়াটার সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠান। বিএসটিআই অনুমোদন ছাড়াই তারা এই কাজ করে আসছিলো বলে স্থানীয় সূত্রে জানা যায়।

খবর পেয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন অভিযান পরিচালনার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন।

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন চাটগাঁ নিউজকে জানান, বিএসটিআইর অনুমোদন ছাড়াই কারখানাটি দীর্ঘদিন ধরে জারে ও বোতলে ভরে পানি বিক্রি এবং বাজারজাত করছিলেন। অভিযানকালে অনুমোদন ছাড়াই পানি বিক্রির অপরাধে কারখানা মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকালীন সময়ে বিএসটিআই কর্মকর্তা মো. মাহফুজুল রহমান, ফিল্ড অফিসার (সিএম) মো. জিল্লুর রহমানসহ সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top