অনুপ্রবেশ ঠেকাতে বিএনপি’র নতুন পরিকল্পনা

চাটগাঁ নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরে অন্য রাজনৈতিক দল বা অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ঢুকে পড়ছে। বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পদ বাগিয়ে নেয়ার অপচেষ্টায় লিপ্ত বলে মনে করছে কেন্দ্রীয় বিএনপি।

আবার কেউ কেউ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নাম ব্যবহার করে বিভিন্ন ভুঁইফোড় সংগঠনও খুলে বসেছে বলে দাবি করছে দলটি। এমন অবস্থায় বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। এজন্য কেন্দ্র থেকে কার্যকর সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির সর্বস্তরে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সিদ্ধান্তে বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্যকোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বলে নির্দেশনা রয়েছে।

দলটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ইতোমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণরূপে প্রতারণামূলক। এভাবে স্বৈরাচারের দোসররা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাদের সতর্ক ও সাবধান থাকতে হবে।

এতে বলা হয়, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নাম ব্যবহার করে বিভিন্ন ভুঁইফোড় সংগঠন বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। এরা বিএনপির কেউ নয় মর্মে ইতোপূর্বে দলের সিদ্ধান্ত জানানোর পরেও প্রতারক চক্রের লোকরা উল্লিখিত নেতাদের ও দলের নাম ব্যবহার করে ভুয়া সংগঠন খুলে বসেছে। আমরা পুনরায় বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওই ভুয়া সংগঠনগুলোর বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top