অনুগত শিক্ষার্থীকে সুবিধা দিতে প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত করল প্রশাসন

চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

চাটগাঁ নিউজ ডেস্ক: এক অনুগত শিক্ষার্থীকে সুবিধা দিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি উড়ো চিঠির মাধ্যমে প্রশাসনকে অবহিত করলে পরে সত্যতা পেয়ে বিভাগটির পরীক্ষা স্থগিত করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রশ্নপত্র ফাঁসের বিষয় জানিয়ে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, বিভাগটির চতুর্থ বর্ষের শেষ পরীক্ষা হিসেবে ৪১৯ নম্বর কোর্সটির পরীক্ষা হওয়ার কথা ছিল।

জানা গেছে, বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উড়ো চিঠি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেন এক ব্যক্তি। চিঠিতে বলা হয়, একজন শিক্ষক তার অনুগত শিক্ষার্থীকে সুবিধা দেওয়ার জন্য প্রশ্নপত্র ফাঁস করছেন। এতে বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য প্রশ্নপত্রটিও দেওয়া হয়েছিল।

পরে ওই প্রশ্নপত্র নিয়ে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আলাউদ্দিন মজুমদার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্যা পাটওয়ারী যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যান এবং হুবহু প্রশ্নের মিল পান। এরপর উপাচার্য পরীক্ষা স্থগিত করার আদেশ দেন।

তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বিধায় ওই শিক্ষকের নাম প্রকাশ করেনি প্রশাসন।

জানতে চাইলে বিভাগের সভাপতি রওশন আক্তার সোমা বলেন, পরীক্ষা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে একাডেমিক কমিটি পরীক্ষাটি স্থগিত করেছে। পরবর্তী পরীক্ষার সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top