অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকা মঙ্গলজনক নয়: নুর

চাটগাঁ নিউজ ডেস্ক: অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে বক্তৃতা করেন তিনি।

এসময় নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগের বিচার করতে হবে। গণহত্যাকারীদের বিচার করতে হবে। এ বিষয়ে অগ্রগতি না হলে আমরা সরকারের বিরুদ্ধেও আন্দোলন করব।’

প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারি চাকরিতে ঢুকেছেন, রিটায়ারের আগ পর্যন্ত চাকরি করবেন। দলবাজির ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন। দলবাজি করলে আপনাদের পরিণতি হারুন, বেনজীরদের মতো হবে।’

গণ-অধিকার পরিষদ সভাপতি বলেন, গত আট মাসে কার্যকর সংস্কারের আমরা কোনো গতি দেখতে পাই নাই। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। এই ফ্যাসিবাদী, স্বৈতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে।

তিনি বলেন, অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে বিনিয়োগ, নিরাপত্তা, অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে। সেই জায়গা থেকে সংস্কারের পাশাপাশি একটা নির্বাচনের দিকেও যেতে হবে।

দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদারদের রুখে দিতে জনসাধারণের প্রতিও আহ্বান জানান তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top