অনলাইন পর্নোগ্রাফির সঙ্গে জড়িতদের শনাক্ত করে মামলার নির্দেশ

চাটগাঁ নিউজ ডেস্ক: অনলাইন পর্নোগ্রাফি সংক্রান্ত গ্রুপ, অ্যাডমিন ও অর্থ লেনদেনকারী প্রতারক চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্টোপলিটন মাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দিয়েছেন।

‎‘টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রি’ সংক্রান্ত কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালত সপ্রণোদিত হয়ে আমলে নিয়ে এ আদেশ দিয়েছেন।

‎‎এ ছাড়া আদেশে ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনারকে একজন দক্ষ তদন্ত কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক আদেশে তদন্তকালে উদ্‌ঘাটিত তথ্য ও ঘটনার আলোকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ, তদন্ত কর্মকর্তাকে প্রতি ১৫ দিন অন্তর তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। উভয় সংবাদদাতাকে তদন্তকালে সহযোগিতা করার নির্দেশ দিয়ে আগামি ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।

‎‎গত শনিবার একটি দৈনিক পত্রিকার প্রথম পাতায় ‘টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি বিবিসি বাংলাসহ অনেক পত্রিকা ও অনলাইন ওয়েবসাইটেও প্রকাশিত হয়। সংবাদটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার ও আলোচনা হয়। জন গুরুত্বপূর্ণ বিবেচনায় ও ফৌজদারী কার্যবিধির ১৯০ (১) (সি) ধারায় ওই আদালতের নজরে আসায় এবং জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনায় আদালত থেকে এ আদেশ দিয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top